মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আইটি সেলের নেতৃত্বে দেবাংশু

মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আইটি সেলের নেতৃত্বে দেবাংশু

সামনেই লোকসভা নির্বাচন। বিধানসভার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইটি সেলের নতুন ইউনিট গঠন করলেন। বর্তমানে চটজলদি খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচারিত হয়। বিরোধী থেকে শাসক তৃণমূল সোশ্যাল মিডিয়াতে সকলেই বেশ সক্রিয়।

নতুন প্রজমের হাতে হাতে রয়েছে স্মার্ট ফোন। এই প্রজন্মের ভিড়েই অনেকেই রয়েছেন তৃণমূল সমর্থক। তারা তাদের দল নেত্রী বা তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। তবে এতদিন নিদিষ্ট কোনো সোশ্যাল মিডিয়ার কমিটি ছিল না। এবার মুখমন্ত্রী গঠন করলেন সোশাল মিডিয়ার সেল ইউনিট। এই ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের দলে তার উত্থানে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। তিনি তার নতুন দায়িত্ব সম্পর্কে বলেছেন “আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

আরও পড়ুন:  Abhishek Banerjee : “লোকসভায় ‘ইন্ডিয়া’ জিতলে ৫০০ টাকায় গ্যাস”, ঘোষণা অভিষেকের

সেলের নতুন ইউনিট কমিটিতে, আরো রয়েছেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কিছুজন তরুণ। যারা সোশাল মিডিয়াতে বেশ পটু। এইবার তারা বিরোধী দলের “ভুয়ো” খবর রুখতেই শাসকদলের এই পদক্ষেপ বলে জানাচ্ছেন শাসক দলের নেতারা। তলের কাজ ও ভাবমূর্তি তুলে ধরতে এই বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:  Nusrat Jahan : নুসরতকে ইডির তলব, ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার মামলার জের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ