Durga Puja 2023 : বিড়িহাঁন্ডী দুর্গা পুজোর এই বছরের থিমেও থাকছে বিশেষ চমক

Durga Puja 2023 : বিড়িহাঁন্ডী দুর্গা পুজোর এই বছরের থিমেও থাকছে বিশেষ চমক

ঝাড়গ্রাম জেলার (Jhargram) বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দুর্গা পুজো (Durga Puja) হয়ে থাকে। জেলা শহরে বিভিন্ন অলিগলিতে নানা রকম থিমে সেজে ওঠে ঝাড়গ্রাম। তবে ঝাড়গ্রাম জেলার বিরিহান্ডি গ্রামে (Birihandi) কয়েক বছর ধরে অন্যান্য জায়গা থেকে একটু অভিনবভাবে সাজিয়ে তোলে পূজোর থিম। ঝাড়গ্রাম থেকে জঙ্গলের রাস্তা দিয়ে এই বিরিহান্ডী গ্রামে যেতে হয়। শুধুমাত্র একটি পূজার থিম দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে।

আরও পড়ুন:  Katwa Durga Puja : দেওয়ালের ভিতর দেবীর আবির্ভাব! শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ দেবী

গত বছর পুজোর থিম ছিল “চার দেওয়ালের জীবন”। এই বছরও বিড়িহান্ডী উদীয়মান তরুণ সংঘ পুজোর হিমে রেখেছে নতুনত্ব। এই বছরের পুজোর থিম “বাবার ধামে উড়ন্ত দুর্গার অসুর নিধন”। কর্তৃপক্ষ এও জানাই থাকবে অডিও ভিজুয়াল চলমান প্রদর্শনী।

আরও পড়ুন:  Burdwan Puja : হরগৌরী রূপে গোস্বামী মতে বড়শুলের দে বাড়িতে পুজো পান দেবী

খুব বেশি পুরোনো নয় এইখানের দুর্গা পুজো। মাত্র সাত বছর হয়েছে আর তাতেই দুর্গা পূজার জন্য এই গ্রাম বেশ পরিচিত। প্রতিবছরের মতো এই বছরও বিড়িহান্ডী ফুটবল ময়দানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবে এ বিষয়ে সন্দেহ। নেই শুধুমাত্র জেলার শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার নয় অন্যান্য জেলা থেকেও দর্শণার্থীরা ছুটে আসে। শাল মহুয়ায় ঘেরা বিড়িহান্ডী গ্রামে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ