New Year 2024 : ১ জানুয়ারী নতুন বছর শুরু, ইতিহাস কি বলে?

New Year 2024 : ১ জানুয়ারী নতুন বছর শুরু, ইতিহাস কি বলে?

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছর শুরু হয় ১ লা জানুয়ারী। ঐ দিনটিই প্রায় সারা বিশ্বে নিউ ইয়ার হিসাবে উদযাপিত হয়। এই বছর শুরুর দিনটি নিয়েও রয়েছে একাধিক ইতিহাস। নববর্ষ নিয়েও রয়েছে অনেক ইতিহাস৷

ব্যাবিলনের বাসিন্দারা প্রায় ৪ হাজার বছর আগে নববর্ষ ১১ দিন ধরে পালন করতো। আকিতু নামে এই অনুষ্ঠান পরিচিত ছিল৷ পরে আধুনিক বিশ্বে বেশিরভাগ দেশেই নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব শুরু হয় ১ জানুয়ারী। খ্রিস্টের জন্মের ৪৬ বছর আগে সম্রাট জুলিয়াস সিজারের আমলে একাধিক জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদের সহায়তায় সুসংগত রোমান ক্যালেন্ডার তৈরি করা হয়। সেই ক্যালেন্ডারের সঙ্গে ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনেক মিল ছিল।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৩/২০২৪

পরে পোপ ত্রয়োদশ গ্রেগরি ১৫৮২ সালে সর্বত্র গ্রহণযোগ্য ক্যালেন্ডার তৈরি করেন। ক্যালেন্ডারে নতুন বর্ষের শুরু হয় ১ জানুয়ারী। জানুয়ারী বছরের প্রথম মাস। রোমানদের দরজার দেবতা জানুস। দরজার দেবতার নামানুসারে জানুয়ারী মাসের নাম, তাই জানুয়ারী মাসকেই নতুন বছরে প্রবেশের দ্বার হিসাবে ধরা হয়। এখন সর্বত্র এই ক্যালেন্ডার মেনেই জানুয়ারী মাসের প্রথম দিন নিউ ইয়ার হিসাবে উদযাপিত হয়।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১/৪/২০২৪

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ