Ram Navami 2023 : রাম নবমী ৪ রাশির জাতকের জন্য আনবে শুভ সময়

Ram Navami 2023 : রাম নবমী ৪ রাশির জাতকের জন্য আনবে শুভ সময়

চৈত্রের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হচ্ছে ২৯ মার্চ ২০২৩, রাত ০৯:০৭ মিনিটে৷ তিথি শেষ হবে ৩০ মার্চ ২০২৩, সকাল ১১:৩০ মিনিটে। রামনবমী মধ্যাহ্ন মুহূর্ত তথা পুজোর সময় ৩০ মার্চ সকাল ১১:১৭ মিনিট থেকে দুপুর ০১:৪৬ মিনিট পর্যন্ত। চৈত্র মাসের নবরাত্রির শেষ দিন দিন রাম নবমী। নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। এই সময়কাল ৪টি রাশির জাতকের জন্য শুভ সময় আনবে।

আরও পড়ুন:  Ram Navami 2023 : রাম নবমীর দিনক্ষণ ও সময় জেনে নিন এক নজরে

মেষ রাশি – এই রাশির জাতকদের আর্থিক বিষয় শুভ। অর্থনৈতিক সমস্যা দূর হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য আসবে।

বৃষ রাশি- এই রাশির জাতকদের জন্য সাফল্যের সময় আসবে। পদোন্নতি বা নতুন চাকরির প্রস্তাব আসবে। সঙ্গে আয় বৃদ্ধি হতে পারে। নুতন কাজ শুরু সম্ভাবনাময়।

সিংহ রাশি- এই রাশির জাতক জাতিকাদের জন্যেও শুভ সময় আসন্ন। নতুন বিনিয়োগে অর্থ লাভের সম্ভাবনা৷ মিলতে পারে চাকরির খবর৷ আয় বৃদ্ধি হতে পারে।

আরও পড়ুন:  Ram Navami 2023 : রাম নবমীতে বিরল শুভ যোগ, জানুন বিস্তারিত

তুলা রাশি- তুলা রাশির জাতকদের জন্য শুভ খবর বয়ে আনবে রাম নবমী। কাজে সাফল্য, অর্থলাভ সমাগত। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনা। ব্যবসায়ে অগ্রগতি।

(বিঃ দ্রঃ – লিখিত তথ্য সাধারণ বিশ্বাস ও প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। সমস্ত বিষয় বিশ্বাসের উপর নির্ভরশীল হলেও প্রামাণ্য নয়)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ