Sikkim : লাচুং যাওয়ার রাস্তা ফের খুলছে, হড়পা বানের পর প্রথমবার

Sikkim : লাচুং যাওয়ার রাস্তা ফের খুলছে, হড়পা বানের পর প্রথমবার

সিকিম ধীরে ধীরে হড়পা বানের ধ্বংসস্তুপ থেকে মাথা তুলছে। উত্তর সিকিমের সঙ্গে বাকি অংশের যোগাযোগ স্থাপন করেছে সেনা। ফলে আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য লাচুং খুলে দেওয়া হচ্ছে। বুধবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে সিকিম পর্যটন দফতরের তরফে।

অক্টোবর মাসে লোনাক হ্রদের উপর মেঘভাঙা বৃষ্টি বিপর্যয় ডেকে এনেছিল সিকিমে। সিকিমের চুংথাম বাঁধতিস্তা নদীর জলস্তর অস্বাভাবিক বেড়ে তান্ডব চলেছিল পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলায়। উত্তর সিকিম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দীর্ঘদিনের প্রচেষ্টার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিকিম। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে। এবার তা খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। যদিও জারি থাকছে বেশ কিছু বিধিনিষেধ। এখন পর্যটকদের সংকলন-টং-চুংথাং সড়ক ধরেই যেতে হবে উত্তর সিকিম। বিকেল ৪টের পর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। লাচেন ও গুরুদংমার রাস্তা এখনও বন্ধই থাকছে।

আরও পড়ুন:  বিজেপির টাকা অবৈধ! নির্বাচনী বন্ড নিয়ে এইমুহূর্তের চাঞ্চল্যকর খবর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ