Jadavpur Ragging : ফের রাগিং! ফের যাদবপুর! লিখিত অভিযোগ পেশ ছাত্রের

Jadavpur Ragging : ফের রাগিং! ফের যাদবপুর! লিখিত অভিযোগ পেশ ছাত্রের

ফের র‍্যাগিং-এর অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের ঘটনাস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল। লিখিত অভিযোগ পেশ করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক স্নাতকোত্তর ছাত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সিডি ব্লকের আবাসিক স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের এক ছাত্র লিখিত অভিযোগ পেশ করেছেন। তিনি জানিয়েছেন, হস্টেলে যাওয়ার পর থেকে তাঁর উপর নানা ভাবে র‌্যাগিংয়ের চেষ্টা করা হয়। প্রথমে হোস্টেলে মেস চালু হলে তাঁকে মেস কনভেনর করা হয়। মেস কমিটি কথা অনুযায়ী বাজার করার পরেও মাছের টুকরো কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই নিয়ে তাঁকে অকথ্য গালাগালি করা হয়। ঐ ছাত্রের আরও অভিযোগ, পরের রাতেও খাবারের সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই ঘটনার পর থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। তাঁকে অঙ্গভঙ্গি করে ‘টাইট’ দেওয়ার নিদান দেওয়া হয়েছে বলেও অভিযোগ। হোস্টেলে নিরাপদবোধ না করায় হোস্টেল ছেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  বামেদের ভোট দিতে আবেদন বিজেপি নেতার

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য। মৃত ছাত্রকে মানসিক, শারীরিক অত্যাচার ও যৌনহেনস্থা করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র ও প্রাক্তনী আবাসিকদের বিরুদ্ধে। তদন্ত চলে, গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়ের একের পর এক ছাত্র ও প্রাক্তনী। ধৃত ১২ জনের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। তারই মধ্যে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠলো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 3/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ