Abhishek Banerjee : “লোকসভায় ‘ইন্ডিয়া’ জিতলে ৫০০ টাকায় গ্যাস”, ঘোষণা অভিষেকের

Abhishek Banerjee : "লোকসভায় 'ইন্ডিয়া' জিতলে ৫০০ টাকায় গ্যাস", ঘোষণা অভিষেকের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সদ্যগঠিত হয়েছে আসন্ন লোকসভা ভোটে বিজেপির মোকাবিলা করতে। তার সমন্বয় কমিটিতে শুক্রবার জায়গা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারসভা থেকে জোটের তরফে তাঁর ঘোষণা, লোকসভায় ‘ইন্ডিয়া’ জোট জিতলেই ৫০০ টাকায় রান্নার গ্যাস মিলবে।

বিগত কয়েকমাসে বারংবার বৃদ্ধি পেয়েছিল রান্না গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তারপরেই বিগত সপ্তাহে দাম কমানোর ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমে। কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও। যদিও বিরোধীদের কটাক্ষ ছিল, ৬ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণেই গ্যাসের দাম কমিয়েছে মোদী সরকার। অন্যদিকে তারপরেই ‘ইন্ডিয়া’ জোটের তরফে অভিষেকের তাৎপর্যপূর্ণ ঘোষণা।

বিজেপির বিরুদ্ধে এক ছাতার তলায় এসেছে কংগ্রেস, সিপিআইএম, আপ, তৃণমূল সহ প্রায় সব বিরোধী দল। যদিও সর্বভারতীয় ক্ষেত্রে এই জোট সমীকরণ রাজ্যের স্থানীয় রাজনীতিতে প্রশ্নের মুখে ফেলেছে সিপিআইএম ও কংগ্রেসকে। তারই মাঝে অভিষেকের একতরফা ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ‘ইন্ডিয়া’ জোটের তরফে সদ্য ঘোষিত হয়েছে ১৩ জনের কো-অর্ডিনেশন তথা সমন্বয় কমিটি। তাতে রয়েছেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই ঘোষণা ব্যক্তিগত নাকি জোটের তরফে তা নিয়ে শুরু হয়েছে তরজা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ