Chandrayaan-3 : শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু! চন্দ্রাযান-৩ চাঁদের পথে

Chandrayaan-3 : শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু! চন্দ্রাযান-৩ চাঁদের পথে

শুক্রবার দুপুরে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ যাত্রা শুরু করলো চাঁদের পথে৷ সব কিছু ঠিক থাকলে ৪০ দিন পর, আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান।

এইদিন দুপুর ২টো ৩৫ মিনিটে এলভিএম-৩ রকেটের সাহায্যে পৃথিবীর মাটি ছাড়ে চন্দ্রযান-৩৷ এর আগে ২০১৯ সালে ইসরো-র চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটিতে অবতরণ করতে গিয়ে ব্যর্থ হয়। তারপরে এই নতুন অভিযান। বিগত অভিযানের অরবিটার এখনও পাক খাচ্ছে চাঁদের চারপাশে। চন্দ্রযান ৩ এ আছে ল্যান্ডার বিক্রমরোভার প্রজ্ঞান। চাঁদে অবতরণ করতে তারা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে। চাঁদের মাটিতে নেমে ২ সপ্তাহ ধরে গবেষণা চালাবে চন্দ্রযান। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো চতুর্থ দেশ হবে ভারত।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ