Chandrayaan-3 : চাঁদের দেশে ইতিহাস! অজেয় দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান

Chandrayaan-3 : চাঁদের দেশে ইতিহাস! অজেয় দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান

অবশেষে অপেক্ষার অবসান! চাঁদের দেশে ভারতের ইতিহাস! চাঁদের অজেয় ‘দক্ষিণ মেরু’র মাটি স্পর্শ করলো চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে অবতরণ করলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান এবং বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দুর্গম ‘দক্ষিণ মেরু’ জয় করলো ভারত।

বুধবার ভারতীয় সময় বিকাল ৬ টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এরপর তা থেকে রোভার প্রজ্ঞান বের হয়ে আসার কথা। বিকেল ৫টা ২০ মিনিট থেকে বিক্রমের অবতরণের সরাসরি সম্প্রচার শুরু করে ইসরো। ৫টা ৪৫ মিনিটে চূড়ান্ত অবতরণ প্রক্রিয়া শুরু করেন ইসরোর বিজ্ঞানীরা। এইদিন চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লাগে। প্রথমে রাফ ব্রেকিং পর্যায়ে ৩০ কিলোমিটার থেকে বিক্রমের উচ্চতা কমিয়ে ৭ কিলোমিটারে আনা হয়। বিক্রমের অবতরণের গতি কমিয়ে ১,১৫০ মিটার প্রতি সেকেন্ড করা হয়। এরপর শেষ পর্যায়ে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে বিক্রম। ইতিমধ্যে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে ইসরোর বিজ্ঞানীদের ও দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। সরাসরি সেখান থেকে যোগ দিয়ে বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করেন তিনি।

আরও পড়ুন:  Chandrayaan-3 : চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ, দেখুন ভিডিও

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে এলভিএম-৩ রকেটের সাহায্যে পৃথিবীর মাটি ছাড়ে চন্দ্রযান-৩৷ এর আগে ২০১৯ সালে ইসরো-র চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটিতে অবতরণ করতে গিয়ে ব্যর্থ হয়। তারপরে এই নতুন অভিযান। বিগত অভিযানের অরবিটার এখনও পাক খাচ্ছে চাঁদের চারপাশে। চন্দ্রযান ৩ এ থাকা ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণ করতে চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নিয়েছে।

আরও পড়ুন:  Chandrayaan-3 : বিক্রম থেকে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞান, ঘোষণা ইসরোর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ