Chandrayaan-3 : চাঁদের মাটিতেই ঘুমালো রোভার প্রজ্ঞান

Chandrayaan-3 : চাঁদের মাটিতেই ঘুমালো রোভার প্রজ্ঞান

চাঁদের মাটিতেই ঘুমিয়ে গেল রোভার প্রজ্ঞান। খুবই কম তার জেগে ওঠার সম্ভাবনা। যদিও আশা ছাড়ছে না ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু চাঁদে রোভারের কাজ শেষ হয়েছে জানিয়ে তার ঘুমিয়ে পড়ার কথা ঘোষণা করা হয়েছে ইসরোর তরফে।

শনিবার ইসরো টুইট করে জানিয়েছে, রোভার চাঁদের মাটিতে কাজ সম্পন্ন করেছে। এবং এখন ঘুমিয়ে গেছে। এপিএক্সএস ও এলআইবিএস পেলোড থেকে সমস্ত তথ্য ইসরো সংগ্রহ করে সেগুলিকে বন্ধও করা হয়েছে। চন্দ্রযান ৩ -এ রোভার প্রজ্ঞানের জীবনকাল ছিল ১ চন্দ্রদিবস তথা পৃথিবীর হিসাবে প্রায় ১৪ দিন। এরপরেই সেখানে ১৪ দিনের রাত। রাতে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা শূন্যের ১২০° সেলসিয়াসের নীচে নেমে যায়। কিন্তু ইসরোর রোভার তৈরি হয়েছিল সৌর শক্তিতে শুধুমাত্র দিনের বেলা কাজ করার জন্য। এখন চন্দ্রপৃষ্ঠের অত কম তাপমাত্রা সহ্য করার পর রোভার আবার জেগে উঠবে কিনা তার নিশ্চয়তা নেই। যদিও রোভার প্রজ্ঞানের কাজ শেষ হয়েছে, তবুও আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন:  Aditya L1 : সরাসরি দেখা যাবে আদিত্য এল১ উৎক্ষেপণ, জানুন বিস্তারিত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ