Chandrayaan-3 : বিক্রম থেকে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞান, ঘোষণা ইসরোর

Chandrayaan-3 : বিক্রম থেকে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞান, ঘোষণা ইসরোর

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ০৬:০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এবার ল্যান্ডার থেকে বের হয়ে এসে চাঁদের মাটি ছুঁলো রোভার প্রজ্ঞান। চাঁদে অবতরণের প্রায় ১৪ ঘন্টা পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে তাদের এক্স হ্যান্ডেলে তা রোভার প্রজ্ঞানের চাঁদের মাটি স্পর্শের ঘোষণা করা হয়েছে৷

আরও পড়ুন:  Chandrayaan-3 : চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ, দেখুন ভিডিও

নিজেদের এক্স হ্যান্ডেলে ইসরো জানিয়েছে, ভারতে তৈরি, চাঁদের জন্য তৈরি, চন্দ্রযান-৩ এর রোভার ধীরে ধীরে ল্যান্ডার থেকে নেমে এসেছে। ভারত চাঁদে হেঁটেছে। বিভিন্ন যন্ত্রপাতি সঙ্গে নিয়ে চাঁদে নেমেছে প্রজ্ঞান। প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের ভূমিরূপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে ইসরোর বিজ্ঞানীদের ছবি ও রিপোর্ট পাঠাবে সে। চাঁদে এক দিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাবে সময় লাগে প্রায় ২৮ দিন। দক্ষিণ মেরুতে সদ্য সকাল। তাই আগামী ১৪ দিন সূর্যের আলো থাকা পর্যন্ত কাজ চালিয়ে যাবে প্রজ্ঞান। সৌরশক্তির মাধ্যমে কাজ করতে সক্ষম স্বয়ংক্রিয় প্রজ্ঞান। ১৪ দিন পর সূর্য ডুবে গেলে রোভারটিও কার্যক্ষমতা হারাবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ