Aditya L1 : সূর্যের কত কাছে যাবে আদিত্য? কি বলছে ইসরো

Aditya L1 : সূর্যের কত কাছে যাবে আদিত্য? কি বলছে ইসরো

প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমকে অবতরণ করিয়েছে ভারত। ইসরোর রোভার প্রজ্ঞান এখনও ঘুরে বেড়াচ্ছে চাঁদের মাটিতে। তারই মধ্যে উৎক্ষেপণ হতে চলেছে ইসরোর সূর্য অভিযানের। ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ যান আদিত্য এল১

ইসরো সোমবার, ২৮ অগস্ট জানিয়েছে তাদের সোলার মিশন শুরু হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। সমস্ত বিষয় ঠিক থাকলে নির্ধারিত দিনে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশের প্রথম সোলার রিসার্চ অবজারভেটরি পিএসএলভি সি৫৭ রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু সূর্যে যাওয়া কোনও মহাকাশ যানের পক্ষে এখনও অসম্ভব। ফলে নির্দিষ্ট দূরত্ব থেকেই সূর্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করবে আদিত্য।

আরও পড়ুন:  Chandrayaan-3 : চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ, দেখুন ভিডিও

গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রেঞ্জ প্রথম মহাকাশে এল ১ পয়েন্ট আবিষ্কার করেছিলেন। সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী এই স্থানে দুইজনের মহাকর্ষীয় শক্তি সমান। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে এই স্থানে আদিত্য এল১ কে প্রতিস্থাপনের প্রচেষ্টা করবে ইসরো। সেই দূরত্বে থেকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে পর্যবেক্ষণ চালাবে আদিত্য।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ