Gaganyaan Mission : গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল ইসরোর

Gaganyaan Mission : গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল ইসরোর

২০২৫ সালে হতে চলা গগনযান মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১০টা নাগাদ এই সফল উৎক্ষেপণ হয়। উৎক্ষেপণের পর সফল ভাবে প্যারাসুট সমেত ক্রু মডিউল সমুদ্রে নেমে আসে।

গগনযান মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। ২০২৫ সালে ৩ জন মহাকাশচারীকে নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে ইসরোর গগনযান। তারই পরীক্ষামূলক মহড়া শনিবার সম্পন্ন করে ইসরো। এইদিন সকাল ৮টা ৪৫ মিনিটে গগনযান মিশনের পরীক্ষামূলক TV-D1 ফ্লাইটের উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও ইঞ্জিনের ইগনিশনে সমস্যার কারণে উৎক্ষেপণের মাত্র ৫ সেকেন্ড আগে কাউন্টডাউন স্থগিত করে দেওয়া হয়। এরপর তা শুধরে নিয়ে সকাল ১০ টায় পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল ভাবে সম্পন্ন করা হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ