Rain in Durga Puja : নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি

Rain in Durga Puja : নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি

দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! নবমী থেকেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বারের দুর্গাপুজোয় অষ্টমী পর্যন্ত আবহাওয়া ভাল থাকলেও, নবমী থেকেই হতে পারে পরিবর্তন। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:  Durga Puja 2023 : বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পীকে হুইল চেয়ার উপহার, সুবর্ণরৈখিক পরিবারের অন্য এক পুজো

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সেটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব পড়বে। নবমীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে দশমী ও একাদশীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ