পরীক্ষায় টোকাটুকিতে তিনি পিএচডি করেছেন! দাবি খোদ বিজেপি মন্ত্রীর

পরীক্ষায় টোকাটুকিতে তিনি পিএচডি করেছেন! দাবি খোদ বিজেপি মন্ত্রীর

তিনি দশম শ্রেণির ‘টোকাটুকি’ করে পাশ করেছেন এবং টোকাটুকি নিয়ে তাঁর যোগ্যতা ‘পিএইচডি’! একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের সমাবেশে এমন দাবি করেছেন খোদ কর্নাটকে বিজেপির পরিবহণমন্ত্রী বি শ্রীরামালু।

জানা গিয়েছে, রবিবার কর্ণাটকের বেলারি জেলায় একটি কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সরকারের মন্ত্রী বি শ্রীরামালু। সেখানে নিজের বক্তব্যে তিনি বলেন, “টিউশনে আমি প্রত্যহ অপমানিত হতাম। আমায় বলা হত, আমি কোনোকিছুতেই ভালো নই৷ আমি দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার পর শিক্ষক অবাক হয়ে গিয়েছিলেন৷ আমি আমার শিক্ষককে বলেছিলাম, আমি যে শুধু টোকাটুকি করে পাশ করেছি তাই নয়, পরীক্ষায় টোকাটুকির বিষয়ে আমার পিএইচডি করা আছে৷” খোদ মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে কর্ণাটকের রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন:  “গরুর দামের থেকেও কম দাম তৃণমূলের বিধায়ক সাংসদদের”, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ