Flood Alert : ডিভিসি ১ লক্ষ কিউসেক জল ছাড়লো, ৭ জেলায় জারি বন্যা সতর্কতা

Flood Alert : ডিভিসি ১ লক্ষ কিউসেক জল ছাড়লো, ৭ জেলায় জারি বন্যা সতর্কতা

পুজোর মুখে নিম্নচাপের জের। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হচ্ছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও। মৌসম বিভাগ ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি৷ মাইথন পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে৷ সোমবার থেকে ডিভিসির জল ছাড়ার পরিমাণ ১ লক্ষ কিউসেক বলে জানা গিয়েছে। তার জেরে পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের ৭ জেলায় বন্যা সতর্কতা জারি করলো নবান্ন

আরও পড়ুন:  Barrage : বিভিন্ন বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল, সতর্কতা পশ্চিম মেদিনীপুরে

সূত্রের খবর, রবিবার রাতে মাইথন থেকে ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৫০ হাজার কিউসেক সমেত মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সোমবার সকাল ৯টা নাগাদ দুই জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। নবান্নের তরফে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। জেলা থেকে ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন:  Barrage : বিভিন্ন বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল, সতর্কতা পশ্চিম মেদিনীপুরে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ