বিরোধীদের প্রধানমন্ত্রী মল্লিকার্জুন খড়গে, প্রস্তাব মমতার, সমর্থন কেজরিওয়ালের

বিরোধীদের প্রধানমন্ত্রী মল্লিকার্জুন খড়গে, প্রস্তাব মমতার, সমর্থন কেজরিওয়ালের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রী মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস বিরোধী হিসাবে পরিচিত আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল সেই প্রস্তাব সমর্থন করেছেন।

মঙ্গলবার দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে আসন্ন লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে জোটের দলগুলির মধ্যে আসন সমঝোতার বিষয়টি ছিল মূল আলোচ্য বিষয়। এইদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুখ হিসাবে প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপ প্রধান কেজরিওয়াল সেই প্রস্তাব সমর্থন করেন। যদিও জোট-বৈঠকে অন্যান্য দলগুলি এই বিষয়ে আগ্রহ না দেখানোয় আলোচনা বিশেষ হয়নি বলে জানা গিয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ