Sikkim : বৃষ্টিতে ধস সিকিমের একাধিক রাস্তায়, উত্তর সিকিমে আটকে ২ হাজার পর্যটক ও কয়েকশো গাড়ি

images 2023 06 17t125557.853

গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে সিকিমের একাধিক রাস্তায়। ফলে স্তব্ধ যোগাযোগ। বিভিন্ন এলাকায় ফ্ল্যাশফ্ল্যাড নেমেছে বলেও খবর। উত্তর সিকিমের আটকে পড়েছেন দেশ বিদেশের প্রায় ২ হাজার পর্যটক৷ বিভিন্ন রাস্তায় আটকে পড়েছে প্রায় কয়েকশো গাড়ি ও বাইক।

দেশ বিদেশের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য সিকিম। উত্তর সিকিমে রয়েছে একাধিক জনপ্রিয় পর্যটনস্থল। উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ধস নেমেছে জওহরলাল নেহরু মর্গের কাছে। ফলে ছাঙ্গু লেক, নাথুলার সাথে সংযোগ বিচ্ছিন্ন। ১৯৭৫ জন পর্যটক ভারতীয় ও ৩৬ জন বিদেশি পর্যটক লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির প্রকোপ কমলেই রাস্তা মেরামতি ও শুরু হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ