Civic : পুলিশে সিভিকদের সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাব

Civic : পুলিশে সিভিকদের সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাব

পুলিশে যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাব রাজ্য পুলিশের তরফে জমা পড়েছে, এমনটাই খবর সূত্রের। আরও জানা গিয়েছে, প্রস্তাব পেশ হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধিরও। শীঘ্রই অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পেশ করা হতে পারে।

নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ বৈধতা পেয়েছে। বর্তমানে সেই পদে ১০ শতাংশ সংরক্ষণ আছে সিভিক ভলেন্টিয়ারদের। জানা গিয়েছে, সেই সংরক্ষণ বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর থেকে ৩৫ বছর করার কথাও বলা হয়েছে। তবে বিরোধীদের তরফে সিভিক ভলান্টিয়ারদের রাজনৈতিক সংশ্রব নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও সাধারণ মানুষকে হেনস্থা, কখনও তোলাবাজি করা প্রভৃতি অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। অন্যদিকে স্থায়ী পুলিশকর্মীর অভাবে রাজ্য পুলিশের বহু থানায় কাজ চালানো মুশকিল হচ্ছে। সেক্ষেত্রে প্রশিক্ষিত ও কাজ জানা সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করলে দক্ষতা ও সমস্যার সমাধান হতে পারে বলেও মত একাংশের।

আরও পড়ুন:  Civic Bonus : শুভেন্দুর কটাক্ষের পরেই মমতার বোনাস ঘোষণা সিভিকদের জন্য

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ