সৌরভকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হওয়ার প্রস্তাব অমিত শাহের, রাজনৈতিক মহলে বাড়ছে গুঞ্জন

সৌরভকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হওয়ার প্রস্তাব অমিত শাহের, রাজনৈতিক মহলে বাড়ছে গুঞ্জন

বঙ্গ সফরে এসে বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশ ভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্ত, অমিত মালব্যরা। সপরিবারে তাঁদের স্বাগত জানান সৌরভ। এরপরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে সৌরভকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

এমনিতেই রাজ্য বিধানসভা ভোটের আগে গুঞ্জন ওঠে বিজেপির তরফে সৌরভকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে যোগ দেন নি বাঙালির আইকন। এবার একই গুঞ্জন তৈরি হয়েছে তাঁর বাড়িতে অমিত শাহের পদার্পণ ঘিরে। যদিও প্রাক্তন ভারত অধিনায়কের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জয় শাহ তাঁর সহকর্মী হওয়ায় এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ।

আরও পড়ুন:  Sukanta Majumdar : “পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে”, তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

যদিও রাজনৈতিক কারবারিরা দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত। সৌরভকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়ার বিষয়টি সামনে আসায় ফের নতুন কোন সমীকরণের ইঙ্গিত মিলতে পারে বলেও মনে করছেন অনেকে।

2 thoughts on “সৌরভকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হওয়ার প্রস্তাব অমিত শাহের, রাজনৈতিক মহলে বাড়ছে গুঞ্জন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ