ISRO : মহাকাশে ‘বিকিনি’ পাঠাবে ইসরো, সহায়তা ইউরোপীয় সংস্থাকে

ISRO : মহাকাশে ‘বিকিনি’ পাঠাবে ইসরো, সহায়তা ইউরোপীয় সংস্থাকে

আগামী বছরের জানুয়ারি মাসে ‘বিকিনি’(Bikini) নামের একটি ইউরোপীয় প্রোটোটাইপ মহাকাশযান উৎক্ষেপণ করবে ইসরো (ISRO)। সেই মর্মে ইসরোর বাণিজ্যিক শাখার সঙ্গে এক ইউরোপীয় সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে আমেরিকার অনলাইন সংবাদপত্র ‘টেকক্রাঞ্চ’।

ঐ আমেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরোর বাণিজ্যিক শাখা ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ (এনএসআইএল) এর সঙ্গে ইউরোপীয় সংস্থা ‘দি এক্সপ্লোরেশন কোম্পানি’র স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সংস্থাটির চন্দ্রাভিযানে সাহায্য করবে ভারতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরো। ইসরোর রকেট পিএসএলভি-র মাধ্যমে তাদের প্রোটোটাইপ মহাকাশযান ‘বিকিনি’র উৎক্ষেপন হবে। প্রাথমিক ভাবে উৎক্ষেপনের দায়িত্ব ফরাসি সংস্থা ‘অ্যারিয়েনস্পেস’র পাওয়ার কথা থাকলেও তা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইসরোর একের পর এক মহাকাশ অভিযান সফল হয়েছে। মহাকাশ গবেষণার জগতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই, এখন চন্দ্রযান-৩ এর সাফল্যের পর সারাবিশ্বের নজরে সমীহ আদায় করে নিয়েছে তারা। সম্প্রতি সৌরমিশন আদিত্য এল১-ও লঞ্চ করেছে ইসরো। বিশেষতঃ ইসরোর তুলনামূলকভাবে অত্যন্ত কম খরচে মহাকাশ অভিযানের সাফল্যকে তারিফ করছেন সকলেই৷ এই পরিস্থিতিতে উজ্জ্বল হয়েছে ইসরোর বাণিজ্যিক সম্ভাবনাও। উল্লিখিত চুক্তি তারই ফলাফল বলে মনে করা হচ্ছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ