Panchayet Election : “কিভাবে বাতাসা দিতে হয় দেখছি”, নির্দল প্রার্থীকে বিজেপি নেতার হুমকির অভিযোগ

images 2023 06 17t115434.602

নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করা নির্দল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। সেই বিষয়ে একটি অডিও ক্লিপ সমাজমাধ্যমে শেয়ার করে অভিযোগ এনেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও GNE Bangla-র তরফে সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি।

টুইট করে একটি ভিডিও বার্তা ও অডিও ক্লিপ শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, “নির্দলে নাজেহাল বিজেপি। আদি বনাম দলবদলু। আদি নির্দল প্রার্থীকে হুমকি দিচ্ছে বিজেপির প্রলয় পাল। ভাষা শুনুন। পুলিশ হুমকির জন্য ব্যবস্থা নিক। উল্লেখ্য বিধানসভার আগে এই প্রলয়কে করা মমতাদির সৌজন্যের ফোন বাজারে ছেড়েছিল বিজেপি। অডিও সত্যতা যাচাই করা হয়নি।” অডিও ক্লিপটিতে দুই ব্যক্তির কথোপকথন রয়েছে। সেখানে একজন অপরজনকে প্রশ্ন করছেন, “প্রার্থী হয়েছো?” দ্বিতীয় কন্ঠ সম্মতি জানালে প্রথম কন্ঠের প্রশ্ন, “নির্দলে নাকি প্রতীকে?” দ্বিতীয় কন্ঠ জানান, “নির্দল!” তখন প্রথম কণ্ঠের উত্তর, “বাঃ! শুভেচ্ছা রইলো!” পরক্ষণেই তাঁর হুমকি, “*** কীভাবে বাতাসা দিতে হয় আমিও দেখছি।”

আরও পড়ুন:  Paschim Medinipur : দিলীপ ঘোষের উদ্দেশ্যে স্লোগান তৃণমূলের, পাল্টা অভিবাদন বিজেপি নেতার

এরই সঙ্গে রয়েছে একটি ভিডিও বার্তা। তাতে নিজেকে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমতাবাদ ১ অঞ্চলের ১৫৮ নম্বর বুথের নির্দল প্রার্থী হিসাবে দাবি করে ঐ ব্যক্তি অভিযোগ এনেছেন, নির্দল প্রার্থী হওয়ায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল তাঁকে হুমকি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রলয় পালের একটি টেলিফোনিক কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। যেখানে মমতাকে প্রলয়ের কাছে অনুরোধ করতে শোনা গিয়েছিল, ‘তুমি একটু দেখে দাও।’ এই প্রলয় পাল একসময়ে তৃণমূলেই ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন:  Thakurnagar : কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে মারধরের অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঠাকুরনগর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ