Panchayet Election : কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা ও রাজ্য নির্বাচন কমিশন

img 20230617 wa0002

আসন্ন পঞ্চায়েত নির্বাচনরাজ্যের সমস্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ঐ রায়ের পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছিলেন, চ্যালেঞ্জ নয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই চলবেন তিনি। কিন্তু শনিবার রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন জানানো হল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুন:  Panchayet Election : রক্ত ঝরলো পিংলায়, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বামেদের

যদিও নির্বাচন কমিশন ও রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে বলে আগে অনুমান করেছিলেন বিরোধীরা। তাই কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) আগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছিলেন যাতে, তাঁদের নোটিশ না দিয়ে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন একাতরফা ভাবে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ না পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ