Medinipur : লোকসভা ভোটে দিলীপই প্রার্থী মেদিনীপুরে

Medinipur : লোকসভা ভোটে দিলীপই প্রার্থী মেদিনীপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। তৃতীয় বার সরকার গঠনে বদ্ধপরিকর বিজেপি। সেই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে প্রার্থীতালিকা নিয়ে। কিন্তু মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষই। বিজয়া সম্মিলনীতে এমনই ঘোষণা বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের।

বুধবার দাঁতন ১ ব্লকের তররুই পঞ্চায়েতের কোটপাদা ও নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গা পঞ্চায়েতে বিজয়া সম্মেলনীতে যোগ দেন দিলীপ ঘোষ। এই পঞ্চায়েত নির্বাচনে তুতরাঙ্গা পঞ্চায়েতটি বিজেপির দখলে গিয়েছে। সেখানেই বিজয়া সম্মিলনীতে বক্তব্য পেশ করতে গিয়ে নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলের সভাপতি তপন কুইলা মন্তব্য করেন, “এই কেন্দ্রে ফের প্রার্থী হবেন দিলীপদা। বিপুল ভোটে আমাদের জেতাতে হবে। এ দিনের সম্মেলন থেকে এই শপথ নিতে হবে আমাদের।” জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “আবার আমরা মেদিনীপুরের সাংসদ হিসেবে দেখতে চাই প্রাক্তন রাজ্য সভাপতিকে। তিনি এ বারে এই লোকসভা থেকে প্রার্থী হচ্ছেন। তাকে আমাদের সবাইকে জেতাতে হবে।”

যদিও লোকসভা ভোট আসন্ন, কিন্তু দলের তরফে এত আগে প্রার্থী তালিকা চূড়ান্ত হয় না। সেক্ষেত্রে এই আগাম ঘোষণা নিয়ে কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন থাকছে। সাম্প্রতিক অতীতে দলের সর্বভারতীয় পদ হারিয়েছেন দিলীপ। তার আগে জেলা সভাপতির পদ থেকেও সরানো হয় তাঁকে। ফলে আদৌ আসন্ন লোকসভা ভোটে তিনি প্রার্থী হবেন কিনা সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। দিলীপ ঘোষের অনুগামীদের তরফে যদিও উৎসাহের খামতি নেই।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ