রাজ্যে পিছিয়ে গেল পুরভোট, ৪ পুরনিগমে নির্বাচন ১২ ফেব্রুয়ারি

অবশেষে জল্পনার পরিসমাপ্তি! রাজ্যের চার পুরনিগমের নির্বাচন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। গণনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। 
করোনা আবহে পুরভোট পিছিয়ে দেওয়ার আবেদন উঠেছিল। জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। ভোট ঘোষণার ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিয়ে কোর্টে রাজ্য-নির্বাচন কমিশন বাদানুবাদও হয়েছে। আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানায়। কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হাইকোর্টের তরফে ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শও দেওয়া হয়। হাইকোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় কমিশন। রাজ্য, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে ভোট পিছিয়ে দিলে আপত্তি নেই।

এরপরেই হাইকোর্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে। নতুন করে মনোনয়ন নেওয়া হবে না। নিয়ম ও কোভিড গাইডলাইন মেনে প্রচার করা যাবে তবে নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে বন্ধ করতে হবে প্রচার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ