উত্তরপ্রদেশের নির্বাচন সামনে। কংগ্রেসের পর এবার শনিবার বিজেপির তরফে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। প্রথম দফায় ১০৭ আসনে প্রার্থীতালিকা ঘোষিত হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় উত্তরপ্রদেশ বিধানসভায় ভোট। নির্বাচন হবে ৪০৩ টি আসনে। ভোটের ফল ঘোষণা ১০ মার্চ। বিধানসভা ভোটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলের আপনা দল(এস) এবং অনগ্রসর নেতা সঞ্জয় নিষাদের নিষাদ পার্টির সঙ্গে জোট করেছে বিজেপি। এবার বিজেপির তরফে ১০৭ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করা হল।
- Advertisement -
নিজের জন্য সবচেয়ে সুবিধাজনক গোরক্ষপুর শহর কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগে গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকেই টানা পাঁচ বার সাংসদ হয়েছেন তিনি। বর্তমানে যোগী উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য। প্রার্থী হয়েছেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও। কৌশাম্বী জেলার সিরাথু কেন্দ্রে লড়বেন তিনি। এছাড়া উল্লেখ যোগ্য প্রার্থী জিএস ধর্মেশ, সন্দীপ সিংহ, গুলাব দেবী প্রমুখ।