Longest Railway Platform : খড়গপুর এখন থার্ড বয়, যদিও পৃথিবীর দীর্ঘতম ৩টি রেলওয়ে প্ল্যাটফর্মই ভারতে

Longest Railway Platform : খড়গপুর এখন থার্ড বয়, যদিও পৃথিবীর দীর্ঘতম ৩টি রেলওয়ে প্ল্যাটফর্মই ভারতে

একদা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ছিল প্রথম স্থানে। কিন্তু এখন স্থানচ্যুত হয়ে তৃতীয় স্থানে৷ কথা হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নিয়ে। খড়গপুর তৃতীয় স্থানে গেলেও বিশ্বে কিন্তু প্রথমই রয়েছে ভারত৷ এমনকি পৃথিবীর দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির প্রথম তিনটিই এই এই দেশে।

খড়গপুরের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার। দীর্ঘদিন বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শিরোপা ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনের কাছে৷ কিন্তু উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশনের পুর্নবিন্যাসের পর ২০১৩ সালে গোরক্ষপুর হয়ে ওঠে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের অধিকারী। দৈর্ঘ্য ১৩৬৬.৪ মিটার। কিন্তু সেই শিরোপা হারিয়েছে গোরক্ষপুর জংশনও।

চলতি বছরের ১২ মার্চ কর্নাটক সফরে গিয়ে বিশ্বের বর্তমান দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। কর্ণাটকের অন্যতম ব্যস্ত স্টেশন শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে এখন অবস্থিত বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ