মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। মাঠে খেলার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১ শিশু।
- Advertisement -
ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চিলখানা মাঠে খেলছিল ৪ শিশু। আলু, পেঁয়াজ সহ নানা সবজির লোডিং-আনলোডিংয়ের জন্য পিক-আপ ভ্যানটিকে সেখানে পার্কিং করা হচ্ছিল। গাড়ি ব্যাক করা সময়ে সেটি শিশুদের পিষে দেয় বলে অভিযোগ।
- Advertisement -
ঘটনাস্থলেই পিস্ট হয়ে ২ নাবালক ও ১ নাবালিকার মৃত্যু হয়। চতুর্থ শিশুটিকে গুরুতর আহত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরেই উত্তেজিত জনতা পার্কিং করে রাখা গাড়িগুলিতে ভাঙচুর চালায়। তাঁদের অভিযোগ, বাচ্চাদের খেলাধুলা করার মাঠে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে পার্কিং করা হচ্ছে। পরে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।