Wrestlers’ Protest : সমস্যা না মিটলে এশিয়ান গেমসে অংশগ্রহণ নয়, কড়া বার্তা কুস্তিগিরদের

Wrestlers' Protest : সমস্যা না মিটলে এশিয়ান গেমসে অংশগ্রহণ নয়, কড়া বার্তা কুস্তিগিরদের

আন্দোলন ও নিজেদের দাবি নিয়ে ফের কড়া বার্তা শোনা গেল কুস্তিগিরদের মুখে। সমস্যার সমাধান না হলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

হরিয়ানাতে মহাপঞ্চায়েতে অংশ নিতে হাজির হন কুস্তিগিররা। সেখানে তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাক্ষী মালিক জানান, তাঁরা শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত। সমস্ত সমস্যার সমাধান হলে তবেই এশিয়ান গেমসে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে চলতি মাসেই এশিয়ান গেমসের ট্রায়াল শুরু হওয়ার কথা। ২৩ সেপ্টেম্বর থেকে চীনে এবারের এশিয়ান গেমসের আসর। ক্রীড়া সংস্থাগুলি এশিয়ান গেমসের দল ১৫ জুলাইয়ের আগে ঠিক করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তার আগে কুস্তিগিরদের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:  Wrestlers’ Protest : স্থগিত কুস্তিগিরদের আন্দোলন, ১৫ জুনের মধ্যে তদন্ত সমাপ্তির প্রতিশ্রুতি

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে বুধবার তাঁর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী কুস্তিগিরেরা। বৈঠক চলে ৫ ঘন্টা ধরে। ৫ দফা দাবি জানান কুস্তিগিরেরা। তাঁদের তরফে পেশ করা ব্রিজভূষণের অবিলম্বে গ্রেফতারির দাবি মানা হয়নি। তবে আগামী ১৫ জুনের মধ্যে সুষ্ঠ ভাবে তদন্ত শেষ করে চার্জশিট পেশের আশ্বাস দেওয়া হয়েছে। একজন মহিলার নেতৃত্বে ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংসদ ভবন উদ্বোধনের দিন আন্দোলনে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। এরপরেই ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেন আন্দোলনকারী কুস্তিগিরেরা।

আরও পড়ুন:  Wrestlers’ Protest : স্থগিত কুস্তিগিরদের আন্দোলন, ১৫ জুনের মধ্যে তদন্ত সমাপ্তির প্রতিশ্রুতি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ