Wrestlers’ Protest : স্থগিত কুস্তিগিরদের আন্দোলন, ১৫ জুনের মধ্যে তদন্ত সমাপ্তির প্রতিশ্রুতি

Wrestlers' Protest : স্থগিত কুস্তিগিরদের আন্দোলন, ১৫ জুনের মধ্যে তদন্ত সমাপ্তির প্রতিশ্রুতি

অবশেষে বরফ গললো। আন্দোলন স্থগিত করলেন কুস্তিগিরেরা। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন প্রতিবাদী কুস্তিগিরেরা। মন্ত্রী ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনও দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার সময় দিল্লি পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে তাঁদের। টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে আটক করা হয় বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সঙ্গিতা ফোগট, সাক্ষী মালিক এবং আরও অনেক কুস্তিগিরকে। যা নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে বুধবার তাঁর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী কুস্তিগিরেরা। বৈঠক চলে ৫ ঘন্টা ধরে। ৫ দফা দাবি জানান কুস্তিগিরেরা। তাঁদের তরফে পেশ করা ব্রিজভূষণের অবিলম্বে গ্রেফতারির দাবি মানা হয়নি। তবে আগামী ১৫ জুনের মধ্যে সুষ্ঠ ভাবে তদন্ত শেষ করে চার্জশিট পেশের আশ্বাস দেওয়া হয়েছে। একজন মহিলার নেতৃত্বে ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংসদ ভবন উদ্বোধনের দিন আন্দোলনে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। এরপরেই ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেন আন্দোলনকারী কুস্তিগিরেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ