Netaji Birthday : নেতাজির ১০ টি উক্তি, যা আজও উদ্বুদ্ধ করে

images 2024 01 08t221912.429

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় করে রেখেছে তাঁকে। আসলে কর্মী অনেকে হন, কিন্তু নেতৃত্ব দানের সহজাত প্রতিভা অর্জন করেন খুব কম মানুষ। সুভাষচন্দ্র বসু নেতা হিসাবেই দেশের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের থেকে আলাদা। তাই এত বছর পরেও তিনি দেশবাসীর ‘নেতাজি’।

নিজের অনুনকরণীয় ব্যক্তিত্ব ও বাগ্মিতা নিয়ে নেতাজি আজও নিজের বাণীতে চিরস্মরণীয়। তাঁর অবিস্মরণীয় কিছু উক্তি-

১. শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।

২. টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

৩. আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্র, রোগ, অশিক্ষা। যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।

৪. নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।

৫. মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।

৬. স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।

৭. আমাদের সেই তত্ত্বের উপরে আমাদের জীবন গড়ে তুলতে হবে যাতে সর্বাধিক সত্য রয়েছে।

৮. একজনের ধারণার জন্য একজন মারা যেতে পারে, কিন্তু এই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে আত্মপ্রকাশ করবে।

৯. যে সৈনিকরা সর্বদা তাদের জাতির প্রতি বিশ্বস্ত থাকে, যারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তারা অজেয়।

১০. মনে রাখতে হবে, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় ও ভুলের সঙ্গে আপস করা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ