Medinipur Accident : মৃতদের পরিচয় জানা গেল! মেদিনীপুরের দম্পতির মৃত্যু দুর্ঘটনায়

img 20240108 wa0017

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ গাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি অগ্নিদগ্ধ মৃতদেহ। অবশেষে তাঁদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন মেদিনীপুরের মিত্র কম্পাউন্ডের বাসিন্দা প্রদীপ কুমার রায় (৬২) এবং তাঁর স্ত্রী স্বপ্না হালদার রায় (৫৫)।

মেদিনীপুরের বাসিন্দা প্রদীপ কুমার রায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। তাঁর স্ত্রী স্বপ্না হালদার রায় পিড়াকাটা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে কর্মরত ছিলেন। অবসরপ্রাপ্ত প্রদীপবাবু প্রত্যহ পিড়াকাটা থেকে ব্যাঙ্ককর্মী স্ত্রীকে আনতে যেতেন। সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর ফেরার সময় ভাদুতলা- পিড়াকাটা রাজ্য সড়কে ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে একটি পিড়াকাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই গাড়িটিতে আগুন জ্বলে যায়। স্থানীয় পথচারী, পুলিশ বা দমকল আগুনের তীব্রতার কারণে কাউকেই উদ্ধার করতে সমর্থ হয়নি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পরে দমকলের প্রচেষ্টায় সাড়ে পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ দু’টি মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, সেখানে মৃতদেহ সনাক্ত করেছেন দম্পতির কন্যা রোশনি রায়। তিনি খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়াল হাসপাতালের চিকিৎসক।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ