Netaji Birthday : নেতাজি সুভাষচন্দ্রের অবিস্মরণীয় ১২টি উক্তি

images 2024 01 10t183231.724

নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর অবদান অবিস্মরণীয়। নিজের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময়ে পরাধীন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। দেখে নেওয়া যাক তেমনই ১২টি উক্তি।

১. মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত।

২. নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ।

৩. আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল, দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উত্‍পাদন। যে সমস্যাগুলির সমাধান হবে, কেবলমাত্র সামাজিকভাবনা চিন্তার দ্বারা।

৪. জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ।

৫. প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।

৬. জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।

৭. নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।”

৮. যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে , তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।

৯. স্বাধীনতা দেওয়া হয়না, ছিনিয়ে নিতে হয়।

১০. কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।”

১১. শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোন আসল পরিবর্তন সাধিত হয়নি।”

১২. মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ