FIFA World Cup 2022 Final : মেসি না এমবাপ্পে কে পাবে গোল্ডেন বুট? গোল সমান হলে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে

FIFA World Cup 2022 Final : মেসি না এমবাপ্পে কে পাবে গোল্ডেন বুট? গোল সমান হলে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে

আজ (১৮ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফ্রান্স দলটি বর্তমান চ্যাম্পিয়ন এবং তৃতীয়বারের মতো শিরোপা জয়ের চেষ্টা করবে। একই সঙ্গে ৩৬ বছর ধরে চলমান খরার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চাইবে লিওনেল মেসিআর্জেন্টিনা দল। ফাইনাল ম্যাচটি দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়।

ফাইনাল ম্যাচে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে আকর্ষণীয় লড়াই দেখা যাচ্ছে। বিশেষ বিষয় হলো মেসি ও এমবাপ্পে ফরাসি ক্লাব পিএসজির হয়ে ক্লাব ফুটবল খেললেও এখন মুখোমুখি হবেন দুজনেই। মেসি এবং এমবাপ্পে বর্তমানে তাদের নামে ৫-৫ গোল রয়েছে এবং উভয়েই গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ের হাতে দেওয়া হয় গোল্ডেন বুট। এমতাবস্থায় সমর্থকদের মনে প্রশ্ন জাগছে লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপ্পে একই সংখ্যক গোল করলে গোল্ডেন বুট পাবে কে?

আরও পড়ুন:  Argentina vs Croatia: মেসির জাদুতে ফিফা বিশ্বকাপের ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

গোল্ডেন বুটের নিয়ম : যদি দুইজন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করে থাকে, তাহলে দেখা যাবে কোন খেলোয়াড় পেনাল্টির সাহায্যে কম গোল করেছে। উভয়ের পেনাল্টিতে করা গোল সমান হলে যিনি সবচেয়ে বেশি সহায়তা করেছেন তিনি পুরস্কার পাবেন। যদি উভয়ের অ্যাসিস্টও সমান হয়, তবে মাঠে সবচেয়ে কম সময় কাটানো খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন:  FIFA World Cup : মরক্কোর ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার, ফ্রান্স শিরোপা থেকে এক ধাপ দূরে, ফাইনালে হবে আর্জেন্টিনার সঙ্গে লড়াই

উপরের নিয়মের দিকে তাকালে, এই মুহূর্তে এমবাপ্পের উপরে রয়েছে কারণ মেসি তার পাঁচটি গোলের মধ্যে তিনটি পেনাল্টি কিকের মাধ্যমে করেছেন। সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং তিনটির বিপক্ষেই পেনাল্টি থেকে একটি করে গোল করেন মেসি। একই সঙ্গে আউটফিল্ডে পাঁচ গোলের সবগুলোই করেছেন এমবাপ্পে। এমবাপ্পে তার লিড ধরে রাখলে, তিনি হবেন প্রথম ফরাসি হিসেবে গোল্ডেন বুট জয়ী। যদিও জাস্ট ফন্টেইন ১৯৫৮ সালের বিশ্বকাপে রেকর্ড ১৩ গোল করেছিলেন, তবে গোল্ডেন বুট দেওয়া তখন শুরু হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ