Neymar : চোট নিয়ে সমস্যা! ক্লাব থেকে বাদ যেতে পারেন নেইমার

Neymar : চোট নিয়ে সমস্যা! ক্লাব থেকে বাদ যেতে পারেন নেইমার

চোট নিয়ে আতান্তরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সদ্য নাম লেখানো সৌদির আল হিলাল ক্লাব থেকে বাদ যেতে পারেন তিনি। চোটের কারণে পুরো মরশুম অনিশ্চিত থাকায় তাঁর পরিবর্ত নিতে পারে ক্লাবটি।

প্যারিস সাঁ জা থেকে সৌদি আরবের আল হিলাল ক্লাবে আসেন নেইমার। এরপর ব্রাজিল জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার সময় গুরুতর চোট পান তিনি। সম্প্রতি ব্রাজিলে অস্ত্রোপচার হয় তাঁর। সুস্থ হয়ে পুনরায় তিনি মাঠে নামতে কতদিন লাগবে তা এখনও নিশ্চিত নয়। আশঙ্কা করা হচ্ছে পুরো মরশুম মাঠের বাইরে কাটাতে হতে পারে তাঁকে। সেই পরিস্থিতিতে নেইমারকে এই মরুশুমে দলে রাখতে চাইছে না সৌদির আল হিলাল।

দল বদলের বাজারে মেসিকে পাওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল আল হিলাল। কিন্তু মেসি আমেরিকার ইন্টার মিয়ামি ক্লাবে নাম লেখান। এরপরেও নেইমারকে সই করায় ক্লাবটি। সৌদির ক্লাব ফুটবলের নিয়ম অনুযায়ী মোট ৮ জন বিদেশি ফুটবলার নিতে পারে ক্লাব। নেইমারকে পুরো মরশুম না পাওয়া গেলে তাঁর বদলে অষ্টম বিদেশি হিসাবে অপর কোনও বিদেশি স্ট্রাইকারের খোঁজ করছে তারা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ