Friday, September 22, 2023

Keshiyari : অবশেষে কেশিয়াড়িতে পঞ্চায়েত বোর্ড গঠন, ৫ বছরের অচলাবস্থার অবসান

প্রকাশিত:

- Advertisement -

চিফ রিপোর্টারঅর্পণ ভট্টাচার্য্য- অবশেষে পঞ্চায়েত বোর্ড গঠিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে। দীর্ঘ ৫ বছরের বোর্ডহীন থাকার পরেও জয়ী সদস্যদের গ্রেপ্তারি, দল বদল, কোর্ট কেসকে কেন্দ্র করে সমস্যা জর্জরিত ছিল কেশিয়াড়ি। সোমবার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হল। প্রত্যাশা মতোই বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস।

২০১৮ সালে বিগত পঞ্চায়েত নির্বাচনকেশিয়াড়িতে সংখ্যা গরিষ্ঠ হয়ে ছিল বিজেপি। কিন্তু এই ৫ বছরের মধ্যেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে। তৃণমূল-বিজেপি টানাপোড়েন, হাইকোর্টে মামলা, দলবদল মিলিয়ে সরগরম থেকেছে স্থানীয় রাজনীতি৷ পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের মধ্যে ১৩টিতে জিতেছিল বিজেপি ও বাকি ১২টিতে তৃণমূল কংগ্রেস, তারপর ছিল আদালতের নির্দেশ, কিন্তু বোর্ড গঠন হয়নি। বিজেপি সেজন্য আঙুল তুলেছিল শাসক দল তৃণমূলের দিকেই।

আরও পড়ুন:  Abhishek Banerjee : "লোকসভায় 'ইন্ডিয়া' জিতলে ৫০০ টাকায় গ্যাস", ঘোষণা অভিষেকের

এবারের নির্বাচনে ২৭টি আসনের মধ্যে ২৩টি আসনে জয় লাভ করে তৃণমূল। কিন্তু তার পরেও গত ১০ আগস্ট বোর্ড গঠন ভেস্তে যায়। সমিতির সভাপতি হিসাবে ফটিক পাহাড়ি ও উত্তম শীট, দুইজনের নাম উঠে আসে। যা কেন্দ্র করে বিভাজন ঘটেছে সদস্যদের মধ্যে। ফটিক সহ ১৫ জন জয়ী তৃণমূল সদস্য হাইকোর্টে মামলা করেন। তারপর ফের পট পরিবর্তন। ২০১৭ সালে ডাডরা গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরার খুনের ঘটনায় দিঘা থেকে ফটিক পাহাড়ীকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি ছাড়াও আরও ২ জন জয়ী তৃণমূল সদস্য গ্রেপ্তার হন। দল থেকে বহিষ্কৃত হন ফটিক।

আরও পড়ুন:  Medinipur Dengue Death : ডেঙ্গিতে জেলায় প্রথম মৃত্যু, ৫ দিনে নতুন আক্রান্ত ১০৯ জন

ইতিমধ্যে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য অভিজিৎ দাস, ঝর্ণা সিট গত ২৫ আগস্ট দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন৷ তৃণমূলের আসন হয় ২৫টি। ফলে সোমবার স্বাভাবিক ভাবেই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করেছে তৃণমূল।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Durga Puja 2023 : তৃণমূলের পাশাপাশি পুজোর অনুদানে এই বার গেরুয়া শিবির

আগমনীর গন্ধে চারিদিকে সাজো সাজো রব। পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাবগুলো মেতে উঠেছে। এরই মধ্যে...

Puja Recipe : সামান্য উপকরণে বানিয়ে ফেলুন নারকেল লাড্ডু

কম-বেশি সবাই নারকেল লাড্ডু (Coconut Laddu) খেতে ভালোবাসে। আর সেটা যদি হয় বাড়ির তৈরি...

Morning Tea : সকালে ঘুম থেকে উঠেই চা, মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের

আমাদের বাঙালিদের অনেকেরই অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই চা (Morning Tea) খাওয়ার। অনেকেই তো...