Jhargram News: ঝাড়গ্রামে খুলে গেল আমি আদমি পার্টির কার্যালয়, পঞ্চায়েত নির্বাচনের আগে চিন্তা বাড়ছে শাসক শিবিরে

Jhargram News: ঝাড়গ্রামে খুলে গেল আমি আদমি পার্টির কার্যালয়, পঞ্চায়েত নির্বাচনের আগে চিন্তা বাড়ছে শাসক শিবিরে

শনিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় আম আদমি পার্টির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ের উদ্বোধন হয়। কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির কনভেনার ডাক্তার সৌরভ ঘোষ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সন্দীপ পাত্র, ঝাড়গ্রাম জেলার ইনচার্জ ফটিক চন্দ্র মাহাতো, ঝাড়গ্রামের পর্যবেক্ষক বাপি মির্জা সহ আরো অনেকে।

সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তারপর হবে লোকসভা নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঝাড়গ্রামে আম আদমি পার্টির আবির্ভাব হওয়ায় রাজনৈতিক মহলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি লড়াই করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সেই সঙ্গে জানানো হয় যে দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই। তাই ঝাড়গ্রামে দলের জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শনিবার চালু করা হয়েছে। সেই সঙ্গে দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে বলে সংগঠনের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক বাপি মির্জা জানান।

ঝাড়গ্রামে আম আদমি পার্টির কার্যালয়ের উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, আম আদমি পার্টি ঝাড়গ্রামে তাদের কাজ শুরু করলেও কোনো লাভ হবে না। তাদের কোনো সংগঠন নেই বাংলায়। ওরা দুর্নীতির কথা বলছে, ওরাই দুর্নীতিতে জর্জরিত। তবে আম আদমি পার্টির পক্ষ থেকে বিজেপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

নিজেদের সংগঠনকে মজবুত করে তোলার লক্ষ্যে ঝাড়গ্রামে দলের জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আম আদমি পার্টির ঝাড়গ্রামে তাদের জেলা কার্যালয় উদ্বোধন সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ