WTC Final 2023 : কোহলি, রাহানে, জাদেজা, শার্দূল সাজঘরে, ভারতের হার শুধুই সময়ের অপেক্ষা

WTC Final 2023 : কোহলি, রাহানে, জাদেজা, শার্দূল সাজঘরে, ভারতের হার শুধুই সময়ের অপেক্ষা

ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট ফাইনালের পঞ্চম দিনে ভারতের হার শুধুই সময়ের অপেক্ষা। একে একে সাজঘরে ফিরে গিয়েছেন কোহলি, জাদেজা, রাহানে, শার্দূল, উমেশ। জিততে এখনও ভারতের এখনও প্রয়োজন ২০০ -র বেশি রান। হাতে রয়েছে মাত্র ১ টি উইকেট। জয় কার্যত অসম্ভব হয়ে উঠছে ভারতীয় দলের জন্য।

টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের ২৮০ রান প্রয়োজন ছিল। গত কাল ভালো প্রদর্শন করেছিলেন কোহলি ও রাহানে। দুই ব্যাটারই নটআউট ছিলেন। এইদিনও ভালো শুরু করেছিলেন দুজনে। কিন্তু স্কট বোলান্ডের অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে ৪৯ রানে আউট হন কোহলি। ক্যাচ ধরেন স্মিথ। এরপরেই শূন্য রানে একই বোলারের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাদেজা। কাজে আসেনি অজিঙ্ক রাহানের প্রতিরোধও। ৪৬ রানে স্টার্কের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৫ বল খেলে শূন্য রানে নাথান লায়নের বলে এলবিডবলু হন শার্দূল ঠাকুর। স্টার্কের বলে এক রান করে ক্যাচ দিয়ে আউট হন উমেশ যাদব।

এই বারের টেস্ট ক্রিকেট কাপের ফাইনাল জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন আর মাত্র ১টি উইকেট। এই প্রতিবেদন লেখার সময়ে ক্রিজে রয়েছেন মহম্মদ সামি ও সিরাজ। জিততে এখনও ২০০ র বেশি রান প্রয়োজন রোহিত শর্মার দলের। যা কার্যত অসম্ভব ঠেকছে ক্রিকেটপ্রেমীদের।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ