Cricket in Olympics : অলিম্পিক্সে ক্রিকেট, সম্মতি অলিম্পিক কমিটির

Cricket in Olympics : অলিম্পিক্সে ক্রিকেট, সম্মতি অলিম্পিক কমিটির

অবশেষে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট। সোমবার অলিম্পিক কমিটির তরফে ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত সিলমোহর পড়েছে। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের বিভাগে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রিকেট ছাড়াও অলিম্পিক্সে স্থান পেয়েছে বেসবল, সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ, ল্যাকরোসি।

১৯০০ সালে অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছিল। প্রাথমিক ভাবে নাম দেয় গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি খেলার মাধ্যমে সোনা নির্ধারিত হয়৷ এরপর থেকে অলিম্পিক্সে ক্রিকেট আর স্থান পায়নি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন পেশ হয়েছিল৷ ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ