ISL 2022-23: ২-০ গোলে ডার্বি জয় মোহনবাগানের, ফের হারলো ইস্টবেঙ্গল

ISL 2022-23: ২-০ গোলে ডার্বি জয় মোহনবাগানের, ফের হারলো ইস্টবেঙ্গল

ফের কলকাতা ডার্বি, ফের হার ইস্টবেঙ্গলের। ৬২,৫৪২ জন দর্শকের সামনে ২-০ গোলে টানা সপ্তম কলকাতা ডার্বি জিতলো এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতীতে আইএসএল এর ম্যাচে হুগো বুমোস এবং মনবীর সিং এর গোলে ডার্বি জয় সবুজ-মেরুনের।

হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে খেলা মাঝে দুই বার বন্ধ হয়েছিল। সম্প্রচারণের বাধ্যবাধকতায় ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ শুরু হয় সন্ধে ৭.৫০ মিনিটে, ২০ মিনিট দেরিতে। এইদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলের টক্কর ছিল সমানে সমানে৷ মোহনবাগান প্রাথমিক আক্রমণ শুরু করে। শুভাশিস শট নিয়েছিলেন ম্যাচের ৪ মিনিটের মাথায় যা পোস্টের অল্প দূর দিয়ে বেরিয়ে যায়। বুমোসের পাস থেকে লিস্টনের শট অল্পের জন্য গোল হয়নি৷ মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে বারবার আক্রমণে ওঠে ইস্টবেঙ্গলও। কিন্তু গোল হয় নি। ১৬ মিনিটে নাওরেমের ক্রস থেকে হাওকিপের শট অসাধারণ বাচান বাগান-গোলরক্ষক বিশাল। ২১ মিনিটে ক্লেটন সিলভা বক্সের মধ্যে পড়ে গেলে ইস্টবেঙ্গল পেনাল্টির দাবি জানালেও তা মেলেনি। জনি কাউকোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের কিরিয়াকু। পেত্রাতোস হলুদ কার্ড দেখেন জর্ডানের সঙ্গে বচসা করে। গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ।

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা পুরো ঘুরে যায়। প্রথমার্ধে বিশেষ প্রভাব না ফেললেও দ্বিতীয়ার্ধে হুগো বুমোস ভয়ঙ্কর হয়ে ওঠেন। ৫৬ মিনিটে ইস্টবেঙ্গল-কিপার কমলজিৎ সিং-এর ভুলে গোল করে যান তিনি। বুমোসের নিচু শট ডান দিকে ঝাপিয়ে বাচান কমলজিৎ, কিন্তু হাতে লেগে গোলে বল চলে যায়৷ এরপর ৬৬ মিনিটে বাগানের দ্বিতীয় গোল করেন মনবীর সিং, সৌজন্যে সেই বুমোস। বুমোসের শট থেকে পেত্রাতোস শট নেন। যা ব্লক করেন ইস্টবেঙ্গল ফুটবলার৷ কিন্তু সেই বল যায় মনবীর সিং এর কাছে৷ গোল করতে ভুল হয়নি তার৷ ফলে ২-০ গোলে কলকাতা ডার্বি জিতে নেয় এটিকে মোহনবাগান। টানা ৭ টি ডার্বি হেরে নিভন্তই রইলো লাল-হলুদ মশাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ