ISL 2022-23: ডার্বি নিয়ে জমবে লড়াই, উত্তেজনা বাড়ছে দুই শিবিরে

ISL 2022-23: ডার্বি নিয়ে জমবে লড়াই, উত্তেজনা বাড়ছে দুই শিবিরে

সামনেই আইএসএল এর এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি। তার আগে উত্তেজনা বাড়ছে সবুজ মেরুণ ও লাল-হলুদ শিবিরে৷ নতুনের রূপে ফের উপস্থাপিত হবে দীর্ঘ ১০০ বছরের ইতিহাস।

১৯২১ সালের ৮ অগাস্ট কোচবিহার কাপে শুরু হয়েছিল এক ঐতিহ্য। তারপর দীর্ঘ ১০০ বছরে মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে মোট ৩৭৩ বার। ইস্টবেঙ্গল জিতেছে ১২৯ বার। মোহনবাগান জিতেছে ১২২ বার এবং ড্র ১২২ বার। কিন্তু আইএসএল এ মোট ৫ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিদ্বন্দ্বী। একবারও জয়ের মুখ দেখেনি পদ্মা পারের দল৷ বিতর্ক, ইতিহাস, মূহুর্ত ও দর্শকদের উন্মাদনা নিয়ে ফের ২৯ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। তার আগে পারদ চড়ছে দুই শিবিরেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ