Abhishek : অভিষেকের আপ্ত সহায়ককে রক্ষাকবচ দিল না আদালত

Abhishek : অভিষেকের আপ্ত সহায়ককে রক্ষাকবচ দিল না আদালত

কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ইডি তলব করার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত।

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করেছিল ইডি। শুক্রবার সুমিতের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ইডির আইনজীবীকে সুপারিশ করেন, সোমবার বেলা সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১২টায় হাজিরার সময়সীমা ধার্য করা হোক। সেই মতোই সোমবার ইডি দফতরে দুপুর ১২টা নাগাদ হাজিরা দেন তৃণমূল সাংসদের আপ্ত সহায়ক। প্রায় ১০ ঘন্টা ধরে চলে জেরা।

আরও পড়ুন:  “স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন”, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা আদালতের

ইতিমধ্যে সোমবার মামলার শুনানিতে সুমিতের আইনজীবী যে মামলার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেই একই ভিত্তিতে সুমিতের রক্ষাকবচের আর্জি জানান। কিন্তু তা খারিজ করে বিচারপতি নিজের পর্যবেক্ষণে জানান, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। তবে সুমিতের বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ নিলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন। মামলার পরবর্তী শুনানি ৪ ঠা ডিসেম্বর৷

আরও পড়ুন:  Job Cancelled : ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল আদালতের নির্দেশে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ