এসএসসি প্রসঙ্গ থেকে নজর সরানোই উদ্দেশ্য! আচার্য বদল নিয়ে কটাক্ষ রাজ্যপালের

এসএসসি প্রসঙ্গ থেকে নজর সরানোই উদ্দেশ্য! আচার্য বদল নিয়ে কটাক্ষ রাজ্যপালের

সম্প্রতি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারিত করে মুখ্যমন্ত্রীকে অভিষিক্ত করার বিষয়ে বিধানসভায় বিল আনার সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শিরু হয়েছিল বিতর্ক। যদিও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মতামত জানা যায়নি। এবার নিজের বক্তব্য জানালেন তিনি। রাজ্যপালের অভিযোগ, রাজ্যের এসএসসি দুর্নীতি প্রসঙ্গ থেকে দৃষ্টি ঘোরাতেই এই পদক্ষেপ।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পরিবর্তনের সঙ্গে রাজ্যে এসএসসি দুর্নীতি, তা নিয়ে সিবিআই তদন্ত আদালতের মামলা সাম্প্রতিক সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এবার সেই দুটিকেই মিলিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার শিলিগুড়ি সফরে গিয়েছেন তিনি। সেখানে বাগডোগরা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, যখন রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা চলছে তখন কৌশলগত ভাবে তা থেকে সংবাদমাধ্যমের নজর ঘুরিয়ে দিতেই আচার্য বদল বিষয়টি সামনে আনা হয়েছে।

এছাড়াও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে তীব্র আক্রমণ করে রাজ্যপাল বলেন, “কম প্রতিশ্রুতিমানদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্বজনপোষণ বাড়ছে।” এর ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে আচার্য বদলের বিল প্রসঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত, “বিল আসুক। রাজ্যপাল বিলে সই করবেন? রাজ্যপাল সই না করলে বিলটি অর্ডিন্যান্স হবে কি?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ