কালে কালে আর কি দেখবে রাজ্যবাসী, এবার ডায়মন্ড হারবারে খোঁজ মিলল ভুয়ো আদালতের

ভুয়ো আইএএস, ভুয়ো পুলিশকর্তা, ভুয়ো শিক্ষক, ভুয়ো সিবিআই এখন অতীত। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের মরুইবেড়িয়া এলাকায় দেখা মিলল ভুয়ো আদালতের। নকল আদালত বসিয়ে সেখানে চলছিল নকল বিচার প্রক্রিয়া। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া আব্দুর রজ্জাক নামে ব্যক্তি বিগত দুই বছর যাবৎ নিজের বাড়িতে আদালতের অনুকরণে ভুয়ো আদালত তৈরি করে নিয়েছিলেন। সেখানে সালিশি সভা বসিয়ে চালাতেন বিচার প্রক্রিয়া। শুধু তাই নয়, তৈরি হতে নকল দলিল। এই বিষয়ে গ্রামবাসীরা বারংবার তাঁকে সতর্কও করেছিলেন। অবশেষে বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পরে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন দের নেতৃত্বে পুলিশ বাহিনী মরুইবেড়িয়া গ্রামে অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় আব্দুর রজ্জাককে। উদ্ধার হয় বহু ভুয়ো দলিল দস্তাবেজ। এই ঘটনার সঙ্গে কোন চক্র বা অন্যান্য ব্যক্তিদের যোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ