বারাসাতে বিজেপি প্রার্থী গ্রেফতার, ইভিএম ভাঙচুরের অভিযোগ, ভোট ঘিরে উত্তেজনা

বারাসাতে বিজেপি প্রার্থী গ্রেফতার, ইভিএম ভাঙচুরের অভিযোগ, ভোট ঘিরে উত্তেজনা

রবিবার রাজ্যে চলছে পুরসভার ভোটগ্রহণ। তা কেন্দ্র করে একাধিক এলাকা উত্তপ্ত হয়ে ওঠার অভিযোগ উঠেছে। বারাসাতে অভিযোগ উঠেছে ইভিএম ভাঙচুরের। বারাসতের সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গ্রেফতার।

উত্তেজনা ছড়িয়েছে পৌরভোট গ্রহণকে কেন্দ্র করে। ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে বারাসতের সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে। অন্যদিকে ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গিয়েছে’ অভিযোগ এনে তাঁর বক্তব্য, ‘ভোটের নামে প্রহসন চলছে।’

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি ১২ নম্বর ওয়ার্ডে  কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ