Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Jhargram: 'বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন', প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার জঙ্গলমহল সফর শেষ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফেরার পথে হেলিপ্যাডে দাড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্তের বাড়ি থেকে দলিল উদ্ধারের পরেও বিজেপির নেতা গ্রেপ্তার হচ্ছেন না কেন।

কলকাতা প্রত্যাবর্তনের আগে ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার করেছে সিবিআই। সেই তথ্য আদালতে জানানো হয়েছে। এরপরেই তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। বুধবার নাম না করে সেই প্রসঙ্গ ফের উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অর্পিতা নামে যে মহিলা আছেন, তাঁকে আমি চিনি না। ওঁর দলিল উদ্ধার হয়েছিল বলে ওঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার হতেই পারেন। কিন্তু একজন প্রতারকের বাড়িতে থেকে বিজেপি নেতার দলিল উদ্ধার হওয়ার পরেও তিনি গ্রেপ্তার হননি কেন?’ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন বিজেপির টাকার উৎস নিয়েও। তাঁর অভিযোগ, বিজেপি নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। ইডি বা সিবিআই সেই টাকার উৎস অনুসন্ধান করে দেখেছে কি!

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

সেই সঙ্গে মিজোরামে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, নিহত রাজ্যের শ্রমিকদের শ্রদ্ধা জানাতে কলকাতা বিমানবন্দর, নদিয়া ও সন্দেশখালিতে তিনি প্রতিনিধিদের পাঠিয়েছেন। রাজ্যের ঘোষনা মতোই নিহতদের পরিবারকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ