- Advertisement -
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর ও বালা সংযোগকারী গ্রামীণ রাস্তার পাশে ধান জমি থেকে উদ্ধার হল এক মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনাচ্ছে এলাকায়। প্রাথমিক ভাবে ঘটনাটি খুন বলেই অনুমান পুলিশের।
জানা গিয়েছে, এইদিন সকালে রাস্তায় পথচারীরা যাওয়ার সময় পাশের ধান জমিতে মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মহিলার পরণে কুর্তী ও লেগিংস ছিল। হাতে শাখা পলাও ছিল। মহিলার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। জেলা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে জেলায় কোনো মহিলার নিখোঁজ রিপোর্ট এসেছে কিনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।