বিজেপির অরুণ হালদার এসসি কমিশনের ডেপুটি চেয়ারম্যান, অখিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বার্তা

বিজেপির অরুণ হালদার এসসি কমিশনের ডেপুটি চেয়ারম্যান, অখিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বার্তা

জাতীয় এসসি কমিশনের (National Scheduled Castes Commission) ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অরুণ হালদার। পদে অভিষিক্ত হয়েই, অখিল গিরিকে নোটিশ পাঠানোর ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন তিনি।

বিজেপি নেতা অরুণ হালদার জাতীয় এসসি কমিশনের (National Scheduled Castes Commission) ডেপুটি চেয়ারম্যান পদে এসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করলেন। সেই সঙ্গে তৃণমূলের প্রতিও কটাক্ষ করেন তিনি। হালদার বলেন, “কোনো ব্যক্তি সরকারি পদে থেকে, সংবিধানের শপথ নিয়ে, সংবিধানের রক্ষার দায়িত্ব যাঁর হাতে আছে তাঁর বিরুদ্ধেই যখন কথা বলেন তখন তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য কোনো সুস্থ মানুষ করতে পারেন না।” তিনি আরও বলেন, “প্রকাশ্য সভায় অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত করে এই ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। ওনার দলের নেতৃত্বর কাছে আমার বিনীত অনুরোধ, এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষকে দল থেকে যত তাড়াতাড়ি বহিষ্কার করতে পারবেন ততই মঙ্গল।”

আরও পড়ুন:  Sukanta Majumdar : “পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে”, তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

তিনি আরও জানিয়েছেন, “কমিশনের কাছে ইতিমধ্যেই অনেক অভিযোগ জমা পড়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দিল্লি অফিস পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠাচ্ছে এবং ব্যক্তিগত ভাবে ওনাকেও(অখিল গিরি) নোটিশ পাঠানো হবে। নোটিশের জবাব না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা আমরা নেবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ