IIT Kharagpur : আইআইটি খড়গপুরের সমাবর্তনে রাষ্ট্রপতি, বার্তা পড়ুয়াদের

IIT Kharagpur : আইআইটি খড়গপুরের সমাবর্তনে রাষ্ট্রপতি, বার্তা পড়ুয়াদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আইআইটি খড়গপুরের ৬৯-তম সমাবর্তনে উপস্থিত হয়ে কৃতি ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে প্রতিষ্ঠানের পড়ুয়াদের উদ্দেশ্যে দিলেন একাধিক বার্তা।

সোমবার বেলা ১২ টা নাগাদ কলাইকুন্ডা এয়ার ফোর্স বেসে বিশেষ বিমানে অবতরণ করেন রাষ্ট্রপতি। এরপর সড়কপথে আইআইটি খড়গপুরে আসেন। যাত্রাপথ ও আইআইটি খড়গপুর চত্ত্বর নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। সমাবর্তনে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে আইআইটি খড়গপুরের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের সামাজিক হওয়ার এবং সমাজের জন্য কাজ করার বার্তা দেন তিনি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এইদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও খড়গপুর আইআইটির ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি, খড়গপুরের গভর্নর বোর্ডের চেয়ারম্যান টি. ভি. নরেন্দ্রন, রাজ্য সরকারের তরফে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের সম্মানিত করেন রাষ্ট্রপতি। ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয় অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্নকে। ‘মহামোহপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন গুগলের সিইও তথা আইআইটি খড়গপুরের প্রাক্তনী সুন্দর পিচাই, ভদ্রেশ্বর স্বামী, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ