Sukanta Majumdar : “পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে”, তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

Sukanta Majumdar : "পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে", তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবসানের গৈতাতে কার্যকর্তা সম্মেলনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপিরাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তার (Sukanta Majumdar) কটাক্ষ, “আপনারা হসপিটালে গেলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে?”

পঞ্চায়েত নির্বাচনকে সামনে। তার আগে প্রস্তুতি সারছে বিজেপি৷ রণকৌশল তৈরি করতে এইদিন নারায়ণগড়ের কুশবসানের গৈতাতে পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন আয়োজিত হয়েছিল দলের তরফে৷ পূর্বঘোষিত সূচি অনুযায়ী উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য স্থানীয় বিজেপি নেতারা। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

সাংবাদিকদের এইদিন সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘেউ ঘেউ করবেন না ডি.এ দিতে পারব না। পুলিশও ডি.এ পাচ্ছে না পুলিশেরও একই অবস্থা।মুখ্যমন্ত্রী তখন ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন, কিন্তু পুলিশ যে ঘেউ ঘেউ করবে না শুনে ওই ঘেউ ঘেউয়ের মতো কামড়াতে শিখে গেছে।” তাঁর কটাক্ষ, “আপনারা হসপিটালে গেলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে? আর তৃণমূল নেতাদের দেখলে জিজ্ঞেস করবেন পুলিশ কামড়ালে যে ভ্যাকসিন নিতে হয় সেই ভ্যাকসিন কি স্বাস্থ্যসাথী কার্ডে পাওয়া যাবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ